MCQ Questions

বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ

১. প্রাচীন ভারতীয় আর্য ভাষা যে ভাষা বংশের অন্তর্গত—

(ক) ইন্দো-ইউরোপীয় 

(খ) সোমীয়-হামীয়

(গ) বান্টু

(ঘ) দ্রাবিড়

View Answer

২. ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে যতগুলি শাখার জন্ম হয়েছে—

(ক) ৫টি

(খ) ৬টি

(গ) ১০টি

(ঘ) ১৫টি

View Answer

৩. ইন্দো-ইরানীয় ভাষা যে গুচ্ছের অন্তর্গত—

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ১০টি

(ঘ) ১৫টি

View Answer

৪. ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের ভাষাগুলিকে যতগুলি গুচ্ছে ভাগ করা হয়—

(ক) কেতুম

(খ) সতম

(গ) কেলতিক

(ঘ) বালতিক

View Answer

৫. প্রাচীন ভারতীয় আর্যের সময়সীমা-

(ক) ১৫০০ খ্রিষ্টপূর্ব ৬০০ খ্রিষ্টপূর্ব

(খ) ১৫০০ খ্রিষ্টপূর্ব–৫০০ খ্রিষ্টপূর্ব

(গ) ১৫০০ খ্রিস্টাব্দ – ৬০০ খ্রিস্টাব্দ

(ঘ) ১৫০০ খ্রিস্টাব্দ—৫০০ খ্রিস্টাব্দ

View Answer

৬. প্রাচীন ভারতীয় আর্যভাষার নিদর্শন হল—

(ক) অশোকের শিলালিপি

(খ) বৌদ্ধ ধর্মগ্রন্থ

(গ) ঋকবেদ

(ঘ) জৈন ধর্মগ্রন্থ

View Answer

৭. প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম—

(ক) প্রাকৃত ভাষা 

(খ) পালি ভাষা

(গ) ক্লাসিক্যাল সংস্কৃত

(ঘ) বৈদিক সংস্কৃত

View Answer

৮. প্রাচীন ভারতীয় আর্য ভাষার উপস্তর হল—

(ক) প্রাচীন বৈদিক যুগ

(খ) অর্বাচীন বৈদিক যুগ

(গ) বেদোত্তর বা প্রাক্ সংস্কৃত যুগ

(ঘ) সবগুলি ঠিক

View Answer

৯. প্রাচীন বৈদিক যুগের সময়সীমা— 

(ক) আনুমানিক ১২০০-১০০০ খ্রিস্টপূর্বাব্দ

(খ) ১০০০-৮০০ খ্রিস্টপূর্বাব্দ

(গ) ৮০০–৩০০ খ্রিস্টপূর্বাব্দ

(ঘ) ১৫০০-৬০০ খ্রিস্টপূর্বাব্দ

View Answer

১০. অর্বাচীন বৈদিক যুগের কালসীমা—

(ক) আনুমানিক ৮০০-৩০০ খ্রিস্ট পূর্বাব্দ 

(খ) ১০০০-৮০০ খ্রিস্টপূর্বাব্দ

(গ) ১২০০-১০০০ খ্রিস্ট পূর্বাব্দ

(ঘ) ৬০০-৯০০ খ্রিস্টাব্দ

View Answer

১১. প্রাক্ সংস্কৃত যুগের সময়সীমা—

(ক) ৬০০-৩০০ খ্রিস্ট পূর্বাব্দ

(খ) ৮০০-৫০০ খ্রিস্ট পূর্বাব্দ

(গ) ৮০০–৩০০ খ্রিস্ট পূর্বাব্দ

(ঘ) ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান

View Answer

১২. কোনটি ঠিক?

(ক) প্রাচীন বৈদিক যুগের সাহিত্যিক নিদর্শন- ‘ঋগবেদ সংকলন

(খ) অর্বাচীন বৈদিক যুগের নিদর্শন – ঋগ্‌বেদের দশম মণ্ডল, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ ও সংহিতা

(গ) প্রাক্-সংস্কৃত যুগের নিদর্শন হল— ‘ব্রাক্ষ্মণ’ ‘উপনিষদ’

(ঘ) সবগুলি ঠিক

View Answer

১৩. যেটি ঠিক নয়-

(ক) ‘ব্রাক্ষ্মণ’ জাতীয় গ্রন্থাবলির সময়সীমা— খ্রিস্টপূর্ব ৮০০-৫০০ অব্দ।

(খ) বিভিন্ন আরণ্যক ও উপনিষদের সময়- খ্রিস্টপূর্ব ৭০০-৫০০ অব্দ।

(গ) বেদাঙ্গ সূত্র সাহিত্য জাতীয় রচনা- ৬০০ খ্রিস্টাব্দ-৩০০ অব্দ।

(ঘ) পাণিনি নির্ধারিত সংস্কৃত এর সময়সীমা খ্রিস্টপূর্ব ৫০০-৬০০ অব্দ

View Answer

১৪. বৈদিক ভাষায় যত প্রকার স্বর ছিল- 

(ক) তিন প্রকার 

(খ) দুই প্রকার

(গ) চার প্রকার 

(ঘ) পাঁচ প্রকার

View Answer

১৫. কোনটি ঠিক নয় ?

(ক) প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তিনটি বচন ও ৮টি কারক ছিল

(খ) প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার পাঁচ কাল ও পাঁচটি ভাব ছিল

(গ) এই ভাষায় ক্রিয়ারূপের চেয়ে শব্দরূপের প্রাধান্য বেশি

(ঘ) এখানে ‘লতা’-কে ক্লীবলিঙ্গ হিসাবে ধরা হয় না

View Answer

১৬. প্রাচীন ভারতীয় আর্যভাষায় ক্রিয়াভিত্তিক যত রকম রূপ পাওয়া যায়—

(ক) ৩ রকম

(খ) ২ রকম

(গ) ৪ রকম

(ঘ) ৫ রকম

View Answer

১৭. বৈদিক ভাষায় ছন্দ ছিল মূল—

(ক) মাত্রাভিত্তিক

(খ) শ্বাসাঘাত প্রধান

(গ) অক্ষরমূলক

(ঘ) কোনোটি ঠিক নয়

View Answer

১৮. মধ্য ভারতীয় আর্য ভাষার যুগগত নাম – 

(ক) বৈদিক ভাষা

(খ) প্রাকৃত ভাষা

(গ) সংস্কৃত ভাষা

(ঘ) কোনোটি ঠিক নয়

View Answer

১৯. বৈদিক-সংস্কৃত থেকে ‘প্রাকৃত’ শব্দটির জন্ম বলে যিনি মনে করেন—

(ক) ড. রামেশ্বরণ

(খ) ড. সুকুমার সেন

(গ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়

(ঘ) হেমচন্দ্ৰ

View Answer

২০. ‘প্রাকৃত ভাষা’ আসলে ‘প্রকৃতি’ বা জনগণের ভাষা, যিনি বলেছেন-

(ক) ভিন্টারনিৎস

(খ) সুকুমার সেন

(গ) হেমচন্দ্ৰ

(ঘ) ‘ক’ ও ‘খ’ ঠিক, ‘গ’ ভুল

View Answer

Tags: No tags

3 Responses

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *