Current Affairs Of Chandrayaan 3

Q- মিশন চন্দ্রযান 3 চাঁদে, কবে soft land করল?

Ans- 23 August 2023

Q – মিশন চন্দ্রযান 3 চাঁদের কোথায় ল্যান্ড করলো ?

Ans- চাঁদের দক্ষিণ মেরুতে।

Q- মিশন চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোতে ভারত কত তম?

Ans- প্রথম

Q- Mission Chandra 3 কতজন বৈজ্ঞানিক যুক্ত আছে?

Ans-প্রায় 6.500

Q- মিশন চন্দ্রযান 3 -তে কোন Rocket 🚀 use করা হয়েছে?

Ans- GSLV MK3/LV M3

Q- মিশন চন্দ্রযান 3 তে কত খরচ হল?

Ans – 615 কোটি

Q- 8. বিক্রম Lander এর ওজন কত?

Ans- 1752 kg

Q- মিশন চন্দ্রযান 3 -এ বিক্রম লন্ডারের কটি leg/পা আছে?

Ans- 4 টি

Q- মিশন চন্দ্রযান 3 _এর থিম কি?

Ans- Science of The 🌙

Q- 1969 এর আগে ISRO-র নাম কি ছিল?

Ans- INCOSPAR(The Indian National Committee For Space Research)

Q- ISRO 1st satellite কোনটি ছিল?

Ans- Kalpana-1

Tags: No tags

2 Responses

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *